পূর্ব লন্ডনের কাউন্সিলর প্রার্থী আতিয়া বেগম জর্নার জন্য গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:০০:৩৫,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০২২
সুরমা নিউজঃ
পূর্ব লন্ডনের কাউন্সিলর প্রার্থী আতিয়া বেগম জর্নার জন্য গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে। শবে কদরের রাত্রিতে ওসমানীনগর উপজেলার মোল্লাপাড়া জামে মসজিদে আতিয়া বেগম জর্নার জন্য এ উদ্যোগে দোয়া ও মিলাদ সম্পন্ন হয়।
আগামী ৫ই মে পূর্ব লন্ডনের স্থানীয় নির্বাচনে লাইম হাউস থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মরহুম দরাছত মিয়ার মেয়ে আতিয়া বেগম জর্না| তিনি বিলেতের একজন কমিউনিটি ওয়ার্কার হিসেবে সু পরিচিত| বাংলাদেশে বিভিন্ন স্কুল ,কলেজ, মসজিদ ,মাদ্রাসা উন্নয়নে রয়েছে তার অসমান্য অবদান |পবিত্র লাইলাতুল কাদের এর রাত্রে তার নিজ গ্রামের মসজিদে তার জন্য বিশেষ দোয়া অনুষ্টিত হয় পরে শিন্নি বিতরণ করা হয় |