মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২:২২:৫২,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন বিএসকেএস (রেজি নং-কু-৭৮৮/০৭) মৌলভীবাজার জেলা শাখা উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার ২৭ এপ্রিল খানদানী পেলেস কুসুমবাগ মৌলভীবাজারে বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার স্বপন কুমার দেব এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ মোহাম্মদ রাজুল আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত প্রশাসক ও আওয়ামীলীগ মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট পার্থ সারথী পাল, কাউন্সিলর ১নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টিটু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খালেদ চৌধুরী- হেড অফ নিউজ চ্যানেল এস ইউ কে মৌলভীবাজার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সভাপতি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার,জুসেফ আলী চৌধুরী,সহ সভাপতি সিলেট বিভাগীয় প্রেসক্লাব, মুহিবুর রহমান মুহিব প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বুরহান উদ্দিন সোসাইটি মৌলভীবাজার, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শাহাবুদ্দিন আহমদ সাবুল, জাকারিয়া আহমদ সাবেক ছাত্রলীগ সভাপতি মৌলভীবাজার, জাফর ইকবাল সভাপতি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম শিপন, সহকারি শিক্ষক শাহ হেলাল উচ্চ বিদ্যালয়, মোতালেব আহমদ, মুর্শেদ মুন্না, মুজাহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার ৮নং মনসুর নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামিম আহমদ, বাংলা টিভি জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, এ এস কাঁকন, ফখরুল ইসলাম।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন (বিএসকেএস) মৌলভীবাজার জেলা শাখার কার্যকরী পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো: মশাহিদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক মোঃ মঈনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মুকিত ইমরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সাংবাদিক শাহ মো: ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, প্রচার সম্পাদক সাংবাদিক সামছুল হক জুয়েল, দপ্তর সম্পাদক সাংবাদিক জায়েদুল ইসলাম পাপ্পু। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সাংবাদিক মোঃ রিপন আহমদ, সাংবাদিক রাশেদ আহমদ, সাংবাদিক নাসরিন প্রিয়া, সাংবাদিক এনামুল হক আলম, সাহাবুদ্দিন আহমদ, মানবাদিকার কর্মী রাহাত আহমদ শিপন প্রমুখ।
আলোচনা শেষে ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন হাফিজ ফরিদুল ইসলাম ফরাজ।