কুলাউড়ায় যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১০:২১:৫৩,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়ায় বিনয় সূত্রধর (২৪) নামে এক যুবকের আত্মহত্যা করেছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে কুলাউড়ার উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে বিনয় এর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিনয় সূত্রধর হাজীপুর গ্রামের বিরেশ সুত্রধরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিনয় সূত্রধর পেশায় কাঠমিস্ত্রি। তিনি কিছুদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বিনয়ের লাশ উদ্ধার করে সোমবার সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।