সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
প্রকাশিত হয়েছে : ১২:২১:০৩,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২২
সিলেটের জৈন্তাপুর উপজেলার আলু বাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন ডিআই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া(১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জৈন্তাপুর সদর থেকে মানুুষের অব্যবরিত ভাঙ্গাড়ী জিনিসপত্র নিয়ে ডিআই (ঢাকা মেট্রো- ন- ১৭-২৯৪২) যুগে জাফলংগের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা দুই জন। এমন সময় জৈন্তাপুর আলু বাগান এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিলেট গামী ড্রাম ট্রাক পন্য বাহী ডিআই গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দুজনের মৃত্যু হয়। তারা দুজন ফেরিওয়ালা বলে যানা যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমরছব বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম. এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক ও হেলপারকে আটক করা যায় নি।