দিরাইয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২২, ৩:৫১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ধীত গ্রামের তেজেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৬০) ও একই গ্রামের কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৩)। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধীতপুর গ্রামের কয়েকজন শ্রমিক গ্রামের পাশের হাওরে ধান কাটতে যান। হঠাৎ আকাশের অবস্থা খারাপ হয়ে আসায় বাড়িতে ফেরার পথে তারা বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বজ্রপাতে নিহত দুই কৃষকের সৎকার সম্পন্ন করেছে তাদের স্বজনরা। কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন বজ্রপাত দুই কৃষক নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।