কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২২, ২:৫৮ পূর্বাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। করোনার ধাক্কায় গত দুইবছর বিবর্ণ ছিলো ঈদবাজার। কেনাকাটা তেমন হয়নি গেলোচার ঈদে। তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন। করোনা সংক্রমণ অনেকটাই কমে আসা ও বিধি নিষেধ না থাকায় মানুষ জন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণী বিতান ও শপিংমলে ভিড় করছেন। নতুন নতুন পোশাকে আবারও ঈদকে রঙিন করে তোলার এই তো সুযোগ এসেছে সামনে। পবিত্র ঈদ উলফিতরের বাকি হাতে গোনা আর কয়েকদিন।
মুসলিম স¤প্রদায়ের সবচেয়ে বড়ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে কমলগঞ্জ উপজেলার হাটবাজার গুলো। প্রতিটি মার্কেট আর শপিংমলে লাল-নীল বাতির আলোয় উজ্জ্বল এই বাজারগুলো। সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। কেনাকাটায় ছন্দ ফিরে আসায় খুশি ক্রেতা ও বিক্রেতারা।
গত দুইবছর করোনার প্রকোপে ব্যবসা হয়নি বললেই চলে। ক্ষতি পুষিয়ে উঠার স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। অপরদিকে প্রিয়জনের জন্য নতুনজামা কিনতে পেরে হাসি ফুটছে ক্রেতাদের মুখেও।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ভানুগাছ বাজার, আদমপুর বাজার, শমশেরনগর, মুন্সীবাজার ও শহীদনগর বাজার এলাকায় ক্রেতাদের উপচেপড়া ভিড়। ভিড় চোখে পড়েছে আবার দর্জির দোকানগুলোতেও।
করোনার ধাক্কা কাটিয়ে উঠে দুই বছর পর ব্যবসায় গতিফিরে আসায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। উপজেলার শমশেরনগরের এ আরকমপ্লেক্সে ব্যবসায়ীমা-মনিফ্যাশনহাউজ ও রংধনু ফেব্রিক্স এরমালিক তারেক আহমদ রিপন বলেন, এবার ঈদে বেচাকেনা ভালোআছে। তবে এখনদিনের বেলায় ক্রেতারা বেশি আসছেন। আশা করছি রমজানের শেষের দিকে পুরোদমে বেচাকেনা শুরুহবে।
শপিংকরতে আশারা হেলা বেগম, পলি আক্তার, ফাতেমা বেগম জানান, এবার পছন্দের সবকিছুই পাওয়া যাচ্ছে মার্কেটে আর দাম একটু বেশি হলেও পছন্দের জামা কিনেছি। একই বিপণী বিতানের বিক্রেতা গেধু মিয়া জানান, এবারে বিক্রির পরিমাণ বেড়েছে। ক্রেতাদের উপস্থিতি আমাদের আশা বাড়িয়ে তুলেছে। দুইবছর ব্যবসা করতে পারিনি। এবার সে দুঃখ ভুলতেপারবো।
এদিকে ঈদ বাজার কে নির্বিঘেœ করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কমলগঞ্জ থানার অফিসারইনচার্জ (ওসি) ইয়াদৌসহাসান জানান,দশ রমজানের পর থেকেই উপজেলার প্রতিটি মার্কেট ও বিপনি বিতান গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীরা নজরদারি রাখছে। কোন প্রকার সমস্যা যাতে না হয় সেদিকে কমলগঞ্জ থানা পুলিশের নজর রয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন,ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে করে অতিরিক্ত দাম না রাখতে পারে সেদিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের নজরদারী রয়েছে।