শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে অপহৃত দু’ব্যক্তি উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২২, ৮:০৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুজন নিরিহ শ্রমিকদের কাজ দেয়ার কথা বলে অপহরণ করে লাখ টাকা মুক্তিপণ দাবি করে একদল সন্ত্রাসী। পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপে অপহৃত দু’জনকে উদ্ধার ও চার জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত আসামী মাসুক মিয়া মোবাইল ফোনে সাইফুল মিয়াকে কাজ দেয়ার কথা বলে শ্রীমঙ্গল আসার জন্য বলে। তারপর সাইফুল মিয়া ও মোঃ জাবেদ মিয়া সিলেট হতে কাজের জন্য মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকায় আসার পর বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় আসামী ১। মোঃ মাসুক মিয়া (৩২) ২। মোঃ নাসির মিয়া (৩২) ৩। মোঃ মোজাক্কির আহমেদ রাফি (২০) ৪। মোঃ মুসলিম আহমেদ আলভী (২৫) সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী তাহাদের জোর পূর্বক অপহরন করে একটি নোহাগাড়ী যোগে শ্রীমঙ্গল থানার খাসগাঁও এলাকার ইকরা মাদরাসার সামনে ৪নং আসামী মুসলিম আহমেদ আলভীর ভাড়াটিয়া বাসায় নিয়া আটক করে রাখে।
একপর্যায়ে আসামীরা তাদের নিকট নগদ ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিম সাইফুল মিয়া আসামীদের নিকট বিকাশ নাম্বার চাইলে আসামী নাসির মিয়া ০১৭২০-২৭২৮৯৩ বিকাশ নাম্বার প্রদান করে এবং আসামীরা ক্রমান্বয়ে টাকার জন্য চাপ সৃষ্টি করিতে থাকে। উক্ত বিকাশ নাম্বার নিয়া ভিকটিম সাইফুল মিয়ার ভাগ্নে মো: উজ্জল মিয়া শ্রীমঙ্গল থানায় এসে বিষয়টি অবগত করেন।
তারপর অফিসার ইনচার্জ এর নিদের্শনা মোতাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মুহাম্মদ আসাদুর রহমান, এসআই জিয়াউর রহমান, এসআই কামরুল হাসান সহ সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানার খাসগাঁও এর ইকরা মাদরাসার সামনে ৪নং আসামীর ভাড়াটিয়া বাসা হইতে ভিকটিম ১। মোঃ জাবেদ মিয়া (৩৫), পিতা-মোঃ আব্দুল জব্বার, সাং-মুন্সিপাড়া, থানা-কতোয়ালী, জেলা-সিলেট ২। সাইফুল মিয়া (৩৫), পিতা-মৃত আস্তুম আলী, সাং-শাইন্নাপাড়া, থানা-গৌড়িপুর, জেলা- ময়মনসিংহ, এ/পি সাং-মুন্সীপাড়া, থানা-কতোয়ালী, জেলা-সিলেট পেশায় দিনমজুর। উদ্ধার করেন এবং আসামীদের গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে ভিকটিম সাইফুল মিয়ার ভাগ্নে মোঃ উজ্জল মিয়ার অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার মামলা নং-২৮, তারিখ-২২/০৪/২০২২ইং রুজু করা হয়। আসামীদের পুলিশ এস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।