ওসমানী পার্কের ডেঞ্জার গেইমের রফিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:৩৭,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন দুই জন। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট ওসমানী শিশু পার্কে কাঠের পিঞ্জিরার ভেতর মটর সাইকেল চালিয়ে দর্শককে আনন্দ দিয়ে আসছিলেন রইডার রফিক। দীর্ঘদিন থেকে তা পেশা হিসাবে নিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস সেই ডেঞ্জার ম্যান খ্যাত প্রিয় রফিকুল ইসলাম বৃহস্পতিবার বাদ তারাবি নগরীর খাসদবীর এলাকায় আরেক মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে নির্মমভাবে নিহত হলেন । নিহত রফিকুল গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের পীরেরগাঁও এলাকার আব্দুস সামাদের ছেলে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।’
আহতরা হলেন নাইম (২০) ও রাব্বি (১৭)। তারা যথাক্রমে নগরীর বাগবাড়ি ও শাহী ঈদগাহ এলাকার অধিবাসী।
আজ বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) রাত পৌণে ১০টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের খাসদবির পয়েন্টে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে রফিকুলের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।
পলিশ স্থানীয়দের সহযোগীতায় মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।
আহত নাইম ও রাব্বির অবস্থাও আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকের।