শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২২, ১১:৩৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘বিশেষ এলাকার জন্য সহায়তা ( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর উপহার গৃহ ও সিড়ি নির্মাণসহ শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন আল মামুন মোর্শেদ,মহাপরিচালক(প্রশাসন)প্রধানমন্ত্রীর কার্যালয়।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থেকে লাংলিয়া ছড়া খাসিয়া পুঞ্জিতে পৌছানোর পর বৃষ্টিতে ভিজে নির্মাণ করা সাতটি ঘর পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। সেসময় উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও শ্রীমঙ্গল উদ্যোগে ১টি করে সেলাই মেশিন সাতটি পরিবার হাতে তুলে দেয়া হয়। পরিদর্শন কালে ৫ জন শিক্ষার্থী হাতে নগদ – ৯,৬০০ টাকা এবং দুইজন অসুস্থ মহিলাকে নগদ ৪০০০ টাকা তাদের হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) আল মামুন মোর্শেদ এর পরিদর্শন সফর সঙ্গী ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( ভুমি ) মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল, নজরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জান আসাদ ও সিন্দুরখান ইউ,পি, চেয়ারম্যান রবিন আহমেদ এবং শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃ -গোষ্ঠী সমন্বয় তাজুল ইসলাম জাবেদ সহ লাংলিয়া ছড়া, নাহার খাসিয়া পুঞ্জির গারো ও খাসি সম্প্রদায় উপস্থিত ছিলেন।