লতিফিয়া একাডেমিতে তাকওয়া অর্জনে মাহে রামদ্বান শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৩০,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২২
বিশেষ প্রতিনিধিঃ
ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর এ তাকওয়া অর্জনে মাহে রামদ্বান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল গতকাল সোমবার (১৮ এপ্রিল) ১৬ রামাদ্বান একাডেমি প্রাঙ্গণে একাডেমির প্রতিষ্টাতা পরিচালক মাওলানা এম এ রবের সভাপতিত্বে ও মাওলানা শুহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
একাডেমির ছাত্র মোঃ আব্দুল হাকিম এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ আজাদ আলী।মাহে রামদ্বানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন হযরত শাহজালাল ফাযিল প্রস্তাবিত কামিল মাদরাসার আরবী প্রভাষক, মাওলানা মুফতি আল আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লিঃ তাজপুর শাখার ম্যানেজার মোঃ ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবদল নেতা মোঃ ইসলাম উদ্দিন, ওলিউর রহমান মিটু, হযরত শাহজালাল ফাযিল প্রস্তাবিত কামিল মাদরাসার শিক্ষক মাষ্টার আব্দুল মান্নান, ডা. শফিকুর রহমান, গোয়ালাবাজার বনিক সমিতির সাবেক সভাপতি মহসীন রাজা চৌধুরী মিফতা, লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি দারুল কিরাত শাখার শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল, কারী নাঈম আহমদ দিদার, একাডেমির সহকারী শিক্ষক হাফিজ জুনাইদ আহমেদ, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ সাকির আহমদ চৌধুরী, হাফিজ আব্দুল আমিন, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি ফয়ছল ইসলাম, আবদুল হামিদ,জুনাইদ আহমদ সহ এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে একাডেমি থেকে মাত্র ৬ মাস ১৬ দিনে হিফয সম্পন্ন করে কৃতিত্ব অর্জন করায় মোঃ মিজানুর রহমান কে একাডেমির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
মাওলানা এম এ রব তার সমাপনী বক্তব্যে বলেন আমরা চেষ্টা করেছি একটি ভালো প্রতিষ্ঠান গড়ে তোলার, কতটুকু সফল হয়েছি জানিনা। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমি বিশ্বাস করি এই উপজেলায় একটি দেশ সেরা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। বর্তমানে আমাদের চিন্তাধারা নিজস্ব ক্যাম্পাসের ব্যবস্থা করা। আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা শুনে খুশি হবেন এ বছর আমাদের এ প্রতিষ্ঠান থেকে ফারিগ হওয়া প্রায় ৫০ জন ছাত্র বিভিন্ন মসজিদে খতম তারাবীহের নামায পড়াচ্ছেন।
পরিশেষে মাওলানা জাহিদুর রহমান এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।