গোলাপগঞ্জে হত্যা মামলার আসামীরা ঢাকা থেকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:০৮,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউপির হত্যা মামলার ৬আসামীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত রোববার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল জমিসংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামে প্রতিপক্ষের হামলায় তাদের চাচাতো ভাই হেলাল আহমদ গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ ঘটনায় হেলাল আহমদের স্ত্রী রায়না বেগম (৪২) বাদি হয়ে ঘটনার ২ দিন পর গত ৮ এপ্রিল ১০ জনের নাম উল্লেখ করে ও ৬/৭ জনকে অজ্ঞাত রেখে গোলাপগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-১১, তাং ৮/৪/২২) দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলো। রোববার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ৬ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ৬ আসামীরা হলো উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা মেহেরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আবুল কালাম (৩৭) ও তার ভাই আব্দুছ ছালাম (৫২), আব্দুল ছালামের ছেলে সাজ্জাদ হোসেন (২২), রাশেদ আহমদ রাব্বি (২০), শাকিল আহমদ সাকেল (২৪) ও আব্দুল হামিদ প্রকাশ কুটু মিয়ার ছেলে জামিল আহমদ (২০)।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।