ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে ওসমানীনগর উপজেলা বিএনপির স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ৬:১২:৩০,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০২২
সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ওসমানীনগর উপজেলা বিএনপি।
রবিবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে নেতৃবৃন্দরা উল্লেখ্য করেন, বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের দশ বৎসর। ১০ বৎসর পূর্বে তার ঢাকার বনানী বাসার নিকট থেকে তাকে এবং তার গাড়ী চালক আনছার আলীকে গুম করা হয়। অদ্যাবধি ইলিয়াস আলী ও তাঁর গাড়ী চালকের হদিস পাওয়া যায় নাই। গুম হওয়ার পর সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপুর্ণ ব্যক্তিরা আমাদের এই নেতাকে অক্ষত অবস্থায় খোঁজে বাহির করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা দিলেও ১০ বৎসরেও তাহা সম্ভব হয়নি।
তাছাড়া সিলেটের সাবেক ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ গুমের শিকার হয়েছেন। এই প্রান প্রিয় নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনছার আলী, ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদকে অবিলম্বে অক্ষত অবস্থায় খোঁজে বাহির করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন-ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দীন চেয়ারম্যান সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ যুগ্ন-সাধারন সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, আব্দুল জমির , প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক সোপান আহমদ, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক এম এ মতিন, সহ-প্রচার সম্পাদক ফজর আলী, উপজেলা বিএনপির সদস্য আবু-বকর সিদ্দীকি, রুবেল আহমদ,উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক তাজুল ইসলাম, সাবেক যুবদল নেতা রুম্মান আহমদ মেম্বার, আছাব আলী উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, উছমানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বশর প্রমুখ।