সুনামগঞ্জে খিচুড়ি খেয়ে একই পরিবারের ৬ জন অজ্ঞান
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২২, ২:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইফতারের খিচুড়ি খেয়ে নারী ও শিশুসহ এক পরিবারের ছয়জন অজ্ঞান হয়েছেন। প্রথমে তাদেরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে বুধবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আক্রান্তরা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ উস্তিংগেরগাঁও গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী শুক্কুর বানু (৫৫), রমজান আলীর স্ত্রী শাহেদা বেগম (২০), আব্দুর রশিদের স্ত্রী দিলোয়ারা বেগম (২৬), আছমা বেগম (৯), নাইমা বেগম (৭) ও ফাইমা বেগম (৪)।
রান্না করা খিচুড়ির সঙ্গে কোনো বিষাক্ত দ্রবণ মেশানো হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্তপূর্বক রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।