গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক’র বাংলা নববর্ষের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:২৫,অপরাহ্ন ১৪ এপ্রিল ২০২২
সুরমা নিউজ:
ওসমানীনগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আরবি মাস সমূহের নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। আত্মশুদ্ধির মাস এটি। সেই সাথে ‘এসো হে বৈশাখ, এসো এসো/মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা” – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এই গান গেয়ে আজ আমরা আবাহন করবো নতুন বছরকে।
নতুন বছরের প্রথম দিনে আমরা অতীতের গ্লানি ভুলে জীবনের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আশায় বুক বাঁধি। দেনা-পাওনা চুকিয়ে নতুন করে শুরু হয় জীবনের জয়গান’। আজ করো নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। সবাইকে আবারো বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভেচ্ছান্তেঃ
আতাউর রহমান মানিক
সাবেক চেয়ারম্যান, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ।