ওসমানীনগর উপজেলা নির্বাচন: তফসিল ঘোষণার আগেই নির্বাচনি মাঠে সুহেল
প্রকাশিত হয়েছে : ৪:১০:১৪,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০২২
সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা হয়নি এখনও। এর পরেও আগাম প্রচার প্রচারণায় ব্যাস্ত রয়েছেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল। বসে নেই আলতাফুর রহমান সুহেল এর অনুসারীরাও। সবাই মাঠে কাজ করছেন এক হয়ে। বুক ভরা আশা নিয়ে বসে আছেন দলের হাইকমান্ডের দিকে তাকিয়ে। চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ। এলাকার প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাক্ষাৎ ও দোয়া নিচ্ছেন তিনি। এ দিকে তাঁর আসার খবর শুনে কেউবা নিয়ে আসছেন ফুলের মালা কেউবা মিষ্টি। নিজের হাতে মালা পড়িয়ে দিচ্ছেন আলতাফুর রহমান সুহেলকে। পায়ে হেঁটে ওসমানীনগর উপজেলার প্রতিটি গ্রাম ঘুড়েছেন। সবার সাথে কুশল বিনিময় করেছেন। সাধারণ মানুষের ব্যাপক ভাবে সাড়া পাচ্ছেন।
অনেকের বক্তব্য, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, একজন সৎ যোগ্য দক্ষ ও কর্মঠ প্রার্থী। যোগ্যতা ও জনপ্রিয়তায় রয়েছে। এইবার উপজেলা নির্বাচনে নৌকার মনোনয়ন দিলে বিজয় হবে।দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর কাছে সুহৃদ স্বজন হিসেবে অত্যন্ত সুপরিচিত আপনজন। তাকে মনোনয়ন দিলে দলীয় নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হবে এবং উপজেলার উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি । আমরা তাকেই(আলতাফুর রহমান সুহেলকে) উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশী আলতাফুর রহমান সুহেল বলেন, নিজ কর্মদক্ষতা, আন্তরিকতা, সততা ও অবদানের স্বীকৃতি নিয়েই উপজেলার চেয়ারম্যান হতে চাই। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আমাকেই নৌকার মনোনয়ন দেবেন।
উল্লেখ্য: গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার কান্ডারী হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান অন্য দিকে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করেন আখতারুজ্জামান চৌধুরী জগলু। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা গয়াছ মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী মুসলিমা চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হন।