সিলেটে রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১:১৪:১৭,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
অজ্ঞাত পরিচয় ওই লাশের বয়স আনুমানিক ৫০ বছর। আজ মঙ্গলবার ( ১২ এপ্রিল ) সকাল ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু এলাকার করিচর ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বৃদ্ধের নাক ও কানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ও বাম পা ভাঙা ছিল। তার পরনে ছিল প্যান্ট শার্ট।
সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, সকালে ওই ব্যক্তিক হাঁটতে দেখেছেন স্থানীয় লোকজন। কোন যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে আমাদের ধারনা।