সিলেটে গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু, স্বামী-ভাসুর আটক
প্রকাশিত হয়েছে : ৭:১৯:৪৭,অপরাহ্ন ১১ এপ্রিল ২০২২
সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্দ্রীমওজা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ও ভাসুরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের ফখরুল মিয়ার ছেলে সাব্বির আহমদের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাব্বির আহমদের স্ত্রী গোয়াইনঘাট উপজেলা মোহাম্মদপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে জাহানারা আক্তার (২২) অগ্নিদগ্ধ হয়৷
আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় জাহানারাকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন ৷ তার শারীরিক অবস্থার খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করেন ৷ ঢাকা নেওয়ার পথে ওই গৃহবধুর মৃত্যু হয়৷
এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জাহানারার স্বামী সাব্বির আহমদ ও ভাসুর জুবায়ের আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে৷
প্রতিবেশী সূত্রে জানা গেছে, সাব্বির চোরাকারবার ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে আটক হয়ে ভারতে ২ বছর কারাভোগ করে দেশে ফিরে ৷ টাকা পয়সা না থাকায় সে পুনরায় চোরাকারবার ব্যবসা পরিচালনা করতে পারছিল না ৷ এ নিয়ে স্ত্রীকে চাপ দেয় বাপের বাড়ি হতে টাকা এনে দিতে ৷ এনিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতে শুনা যায়৷ এছাড়া সাব্বিরের বড় ভাই জুবায়ের এর সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক দাবী করে ৷ এই নিয়ে কিছু দিন হতে সংসারিক কলহ চলে আসছে ৷
নিহত জাহানারা বেগমের পিতা জাহের মিয়ার দাবী, টাকার জন্য তার মেয়েকে চাপ দিত সাব্বির৷ টাকা এনে দিতে সম্মতি না হলে তার উপর মিথ্যা অপবাদ দিতে থাকে এবং পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়ে আসছে ৷ তার প্রেক্ষিতে সাব্বির পরিকল্পিত ভাবে তার মেয়েকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে ৷
তিনি আরও বলেন, একটি ঘরে পরিবার অনেক সদস্য বসবাস করে ৷ এছাড়া রাতের বেলা সবাই ঘরে অবস্থান করবে ৷ কিন্তু সে সময় আমার মেয়ে ও ঘর ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের কিছু হয়নি ৷ এ ঘটনায় হতে তিনি দাবী করেন পরিকল্পিত ভাবে জাহানারাকে অগ্নিদগ্ধ করে হত্যা করেছে ৷ আমি আইনের আশ্রয় নিয়েছি৷ মেয়ে হত্যার সুষ্ঠু বিচারের দাবী জানাই ৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, তাৎক্ষণিক ভাবে স্বামী ও ভাসুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি ৷ উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সিআইডি বিষয়টি তদন্ত করছে ৷ লাশ উদ্ধার করে পোস্টমর্টামের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ তবে তদন্ত শেষ হলে বুঝা যাবে দূর্ঘটনায় মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা ৷ তবে জাহানারার পিতা বাদী হয়ে অভিযোগ করবেন বলে জানান ৷