ধর্ষণ মামলা করায় বাদীকে মাথা ন্যাড়া করে নির্যাতন
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:৪৯,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২২
বগুড়ার আদমদীঘিতে সহোদর দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় বাদীর মাথা ন্যাড়া করে দিলেন তার স্বামী রফিকুল ইসলাম। এ ঘটনায় মামলা দায়ের হলে রফিকুল ইসলামকে গ্রেফতার করে থানা পুলিশ।
জানা যায়, আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ী পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী একই গ্রামের দুলু ও হান্নানের বিরুদ্ধে ৬ এপ্রিল ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় দুই সহোদর ভাইকে পুলিশ গ্রেফতার করে।
ধর্ষণ মামলা করায় গ্রামের লোকজন বাদীর স্বামী রফিকুল ইসলামকে, চলাফেরার মাঝে সব সময় ধিক্কার জানায়। বাদীর স্বামী তার স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে স্ত্রীর (৩২) মাথার চুল কেটে দেয়। এলাকাবাসী বিষয়টি থানায় অবগত করলে, পুলিশ বাদীকে উদ্ধার ও স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, ধর্ষণের মামলার বাদীকে মারপিট করে মাথা ন্যাড়া করা ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তার স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।