পবিত্র রমযানে টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশের ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪:৪১:০৬,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২২
সুরমা নিউজ:
পবিত্র রমযান মাসের প্রথম শুক্রবার “ইফতার বিতরণ প্রজেক্ট ২০২২” এর আওতায় অসহায় দিনমজুর মুসলিমদের মধ্যে ইফতার প্রদান করেছে টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ।
টীম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই বেশকিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে । তারই ধারাবাহিকতায় এবারের উদ্যোগ ছিলো পবিত্র রমযান মাসে অসহায় কিছু মুসলিমের হাতে ইফতার সহায়তা দেয়া । এবারের উদ্যোগটি সংগঠনের ২৬তম উদ্যোগ।
“ইফতার বিতরণ প্রজেক্ট ২০২২” নামের এবারের প্রজেক্টে ৫০টি রোযাদারের মধ্যে ইফতার সহায়তা দেয়া হয়। ২য় শুক্রবারে আরও ১০০ জনের, ৩য় শুক্রবার আরও ২০০ জন এবং শেষ শুক্রবার ৫০০ জনকে ইফতার সহায়তা দেয়া হবে বলে জানান টীম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ এর সভাপতি জহির উদ্দিন দিনান।
“মানুষ মানুষের জন্য” শ্লোগানকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে সংগঠনের মূল উদ্দেশ্য। সমাজের বিত্তবান অনেকেই এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। টীম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ এর পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানানো হয়। দ্রব্যমূল্যের উর্ধগতির এই ভয়াবহ মূহুর্তে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান টীম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ এর সদস্যরা।
এবারের “ইফতার বিতরণ প্রজেক্ট ২০২২” এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন সালমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিপন মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাবেদ হোসেন। কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন আদনান, মোঃ গিয়াস, ইকবাল হোসেন, সাগর, ইমন, সুমন, সাইদুল ইসলাম ভূইয়া, আবুল হাসান অনিক, সজিব খান, তানিন মুন্না, মনোয়ার হোসেন খান, সাজেল ও মীর ইয়াসিন।
ইফতার পরিবেশনের সার্বিক সহযোগিতায় ছিলেন মইনুল হোটেলের স্বত্তাধিকারী মোঃ মইনুল মিয়া।
ইফতার বিতরণ শেষে কর্মসূচিতে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান টিম হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ এর সভাপতি জহির উদ্দিন দিনান।