বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৪:০৭:৩৮,অপরাহ্ন ০৬ এপ্রিল ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে আটকের পর পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ মানবজমিনকে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ সকাল এগারোটায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় লিফলেট বিতরণ করতে যান ইশরাক হোসেন। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় মতিঝিল থানা পুলিশ। রাজধানীতে একটি গাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মতিঝিল থানা থেকে এখন উনাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন মানবজমিনকে বলেন, গাড়ি পোড়ানোর পুরাতন একটি মামলার ইশরাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর মতিঝিল থানা পুলিশ।