জগন্নাথপুরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩:৩৩:৫৪,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলী হাসান (২০) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করে। আলী হাসান ওই গ্রামের সমুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হাসান দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রায় সময় আত্মহত্যার চেষ্টা করতেন। রোববার সেহরি খেয়ে ঘুমাতে যান। সকালে বসতবাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত বলেন, ওই তরুণ এরআগে আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। কারো কোনো অভিযাগ না থাকায় লাশ ময়নাতদন্তের ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।