সিলেটে দু’গ্রামবাসীর সংঘর্ষ : ঘটনাস্থলে ডিসি-এসপি ও আ.লীগ নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ৩:২৫:৪৫,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২২
সিলেটের জৈন্তাপুর উপজেলার হাউদপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিপুর বাজারে দুপক্ষের ৮ ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টা থেকে সোমবার ৮টা পর্যন্ত চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কোরআনে হাফেজ মাওলানা সালেহ আহমদ (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
সংঘর্ষ থামলেও হরিপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন সিলেট জেলা প্রশাসক মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান। এছাড়াও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রিপা মনি, অধ্যক্ষ ফজুল হক, আওয়ামী লীগ নেতা, আলাউদ্দিন আলী, যুবলীগ আহবায়ক, আনোয়ার হোসেন প্রমূখ সেখানে উপস্থিত রয়েছেন। বর্তমানে দুপক্ষকে নিয়ে সমঝোতা বৈঠকে বসেছেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিক আহমদ ও সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে হরিপুর বাজারে রবিবার দিবাগ রাত দেড়টার থেকে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ শুরু হয়।
দুপক্ষের টানা ৮ ঘন্টার এ সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭ টার দিকে হাউদপাড়া গ্রামের বাসিন্দা হাফিজ মাওলানা সালেহ আহমদসহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের উপর নির্মমভাবে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাওলানা সালেহ আহমদ। এ ঘটনায় আরো কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে পুলিশ।