সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল কোরআনে হাফেজের
প্রকাশিত হয়েছে : ২:৪৮:৩১,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে থামাতে গিয়ে কোরআনে হাফেজ মাওলানা সালেহ আহমদ ঘটনাস্থলে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ। নিহত হাফিজ মাওলানা সালেহ আহমদ ডেমু ভাটপাড়া গ্রামের অধিবাসী ছিলেন।
স্থানীয় সুত্রে জানাযায় গতকাল রবিবার রাতে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে হরিপুর বাজারে শ্যামপুর ও হাদপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। দু’পক্ষের মধ্যে রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭টার দিকে সালেহ আহমদ সহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের উপরও হামলা হয়। এতে ঘটনা স্থলেই মারা জান উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের হাফেজ মাওলানা সালেহ আহমদ নামে একজন। বিষয়টি নিশ্চিত করেছে জৈন্তাপুর থানা পুলিশ।
এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয়রা মনে করছেন এঘটনায় যেকোনো সময় সংঘর্ষ আরো বড় আকার ধারণ করতে পারে।
এদিকে ঘটনার খবর পেয়ে আজ সোমবার সকাল ১১টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা আ, লীগের( ভারপ্রাপ্ত) সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) রিপা মনি, অধ্যক্ষ ফজুল হক,আওয়ামী লীগ নেতা, আলাউদ্দিন আলী, যুবলীগ আহবায়ক,আনোয়ার হোসেন প্রমূখ।।