কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে চাকুরী পেছনে দৌড়োবে: বালাগঞ্জে মো. শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২২, ৩:৫৬ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখছেন প্রতিনিয়ত। তাঁদের কষ্টে অর্জিত অর্থ বালাগঞ্জ-ওসমানীনগরের গরীব-মেধাবী শিক্ষার্থের শিক্ষাগ্রহণ খাতে ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীদের এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে শিক্ষায় চাকুরীর পেছনে নয়, চাকুরী যেনো পেছনে দৌড়োয়। তিনি আরো বলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ে আমাদের সচেতন হতে হবে। বাজারের জন্য পলিথিনের ব্যবহার কমিয়ে পুরনো বাঁশের ঝুড়ি, পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে পারলে পরিবেশ সুন্দর হবে।
সিলেটের বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঁঙ্গণে প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ-২০২১ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীর’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপার্সন রবিন পাল। রবিবার বিকেল ৪টায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট-০৩ এর সাংসদ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, ইউএনও রোজিনা আক্তার, বীরমুক্তিযোদ্ধা আজিজুল কামাল, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, ওসমানীনগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু, বালাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বালাগঞ্জ বাজার বণিক সমিতি সভাপতি জুনেদ মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, পুর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল, ট্রাস্টের প্রচার প্রকাশনা সম্পাদক রুহেল আহমদ, এম.এ করিম সহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম। গীতা পাঠ করেন শিক্ষার্থী শুষমী দাস। এ অনুষ্টানে প্রায় এক হাজার শিক্ষার্থীদের সনদ ও চেক বিতরণ করা হয়। অনুৃষ্টানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আদর্শ মানুষ হওয়ার আহবান জানান।