তাহিরপুরে বাঁধ ভেঙে তলিয়ে গেল সাড়ে সাতশ বিঘা জমির কাঁচা ধান
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২২, ৪:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পানি উন্নয়ন বোর্ডের নজরখালী বোরো ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের তাহিরপুরের হাওরে থাকা কৃষকের ফলজ কাঁচা ধান তলিয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ওই বাঁধ ভেঙে বোরো ফসলী হাওরের ক্রমশ নদী দিয়ে ধেয়ে আসা পানি ঢুকে কৃষকর ফলজ কাঁচা বোরো ধান তলিয়ে যায়।
কৃষকদের অভিযোগ পাউবোর অপরিকল্পিত বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় এবং দায়িত্বশীলদের উদাসীনতার কারনেই গোলায় তোলার আগেই কয়েকশ কৃষকের কাঁচা ধান পানির নিচেই তলিয়ে গেল।
শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসানউদ্যোলা বলেন, নজরখালী ভাঁধ ভেঙ্গে যাওয়ায় তাহিরপুর ও মধ্যনগর উপজেলার উপকারভোগী কৃষক পরিবার গুলোর প্রায় ৭০০ থেকে ৭৫০ বিঘা জমির ৪২০ থেকে ৪৫০ মেট্রিক টন ফলজ বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে টাঙ্গুয়ার নজর খালী বাঁধ ভেঙে যাওয়ায় আশে পাশে থাকা আরো কয়েকটি ফসল রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
শনিবার দুপুরে সরজমিনে গেলে সুনামগঞ্জর তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী উপকারভোগী কৃষকগণ বলেন, চলতি মৌসুমে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) অর্থায়নে ২৪নং পিআইসি’র সভাপতি নান্টু সরকারের মাধ্যমে টাঙ্গুয়ার হাওরঘেষা নজরখালী বোরো ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ করা হয়।
শুরু থেকেই পাউবো ও দায়িত্বশীলরা নানা অজুহাতে বাঁধের নির্মাণ কাজ সঠিক পরিকল্পনার মাধ্যমে গ্রহন করেননি। পরবর্তীতে কৃষকদের দাবির মুখে থোক বরাদ্দ থেকে যৎসামান্য বরাদ্দ প্রদানের মাধ্যমে দায়সারাভাবে পিআইসি সভাপতির মাধ্যমে নজরখালী ফসলরক্ষা বাঁধের কাজ করানো হলে বরাদ্দ অনুযায়ী বাঁধের কাজ সঠিক ভাবে সম্পন্ন হয়নি।
মুলত এ কারনেই নদী পথে আসা উজানের পাহাড়ি ঢলের পানি উপচে ক্রমশ বাঁধ ভেঙ্গে হাওরে থাকা কৃষককের কাঁচা ধান তলিয়ে গেছে।
শনিবার দুপুরে স্থানীয় উপকারভোগী কৃষকদের দেওয়া তথ্যে জানা যায়, নজরখালী ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় টাঙ্গুয়ার হাওরসহ আশপাশে থাকা গইন্যাকুড়ি, এ্যারালিকোনা,লামারগুল, টানেরগুল,মাঝেরগুল,নান্দিয়া সোনাডুবি,সামসাগর হাওরসহ একাধিক হাওরে কয়েক হাজার হেক্টর বোরো ফসলী জমির কাঁচা ধান পানিতে তলিয়ে যাবার শঙ্কায় তৈরী হয়েছে।
এছাড়াও নতুন করে ভাঙনের মুখে পড়বে গলগলিয়া,খাইজ্যাউরী,হানিয়া,কলমাসহ কমপক্ষে ৮টি হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ।
শনিবার রাতে পাউবোর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী (পওর-১) মো: আসাদুজ্জামান বলেন, নজরখালী সহ আরো দুটি বাঁধে ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বাঁধের কাজ সঠিকভাবে সম্পন্ন হলেও হঠাৎ নদীর পানি উপচে পড়ায় নজরখালী বাঁধ ভেঙে ওই বাঁধের আওতাভুক্ত বোরো ফসলী জমির কাঁচা ধান তলিয়ে গেছে।
শনিবার রাতে তাহিরপুর উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হান কবির বলেন, স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের থোক বরাদ্দ থেকে নজরখালী ফসলরক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নদীর তীর উপচে পড়ায় বাঁধটি ভেঙে যায়।