বিশ্বকাপ ফুটবল: কোন গ্রুপে কোন দল
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ
কাতার বিশ্বকাপ ২০২২-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে ফিফা বিশ্বকাপের এ ড্র অনুষ্ঠিত হয়।
মার্চের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ড্রয়ের জন্য চারটি পট-এ রাখা হয় দলগুলোকে। স্বাগতিক কাতারের সঙ্গে র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দলকে রাখা হয় এক নম্বর পটে। র্যাঙ্কিংয়ের পরের আটটি দল পট-২ এ, পরের আটটি পট-৩ এ।
র্যাঙ্কিং অনুযায়ী পরের পাঁচ দল ও বাকি থাকা দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ এবং ইউরোপিয়ান প্লে-অফ জয়ী দলকে রাখা হয় চার নম্বর পটে।
এক গ্রুপে একই মহাদেশের একাধিক দল থাকবে না। ব্যতিক্রম কেবল ইউরোপ। তবে কোনো গ্রুপে তাদেরও দুটির বেশি দল থাকবে না।
গ্রুপ এ
এ-১ কাতার; এ-২ ইকুয়েডর; এ-৩ সেনেগাল; এ-৪ নেদারল্যান্ডস
গ্রুপ বি
বি-১ ইংল্যান্ড; বি-২ ইরান; বি-৩ যুক্তরাষ্ট্র; বি-৪ ইউরো প্লে-অফ (ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন)
গ্রুপ সি
সি-১ আর্জেন্টিনা; সি-২ সৌদি আরব; সি-৩ মেক্সিকো; সি-৪ পোল্যান্ড
গ্রুপ ডি
ডি-১ ফ্রান্স; ডি-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ (পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত); ডি-৩ ডেনমার্ক; ডি-৪ তিউনিসিয়া
গ্রুপ ই
ই-১ স্পেন; ই-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ (কোস্টারিকা/নিউ জিল্যান্ড); ই-৩ জার্মানি; ই-৪ জাপান
গ্রুপ এফ
এফ-১ বেলজিয়াম; এফ-২ কানাডা; এফ-৩ মরক্কো; এফ-৪ ক্রোয়েশিয়া
গ্রুপ জি
জি-১ ব্রাজিল; জি-২ সার্বিয়া; জি-৩ সুইজারল্যান্ড; জি-৪ ক্যামেরুন
গ্রুপ এইচ
এইচ-১ পর্তুগাল; এইচ-২ ঘানা; এইচ-৩ উরুগুয়ে; এইচ-৪ দক্ষিণ কোরিয়া