শমশেরনগরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি শিমুল, সম্পাদক বাবুল
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৫টায় কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক বিজিত চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শমশেরনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বর্মা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক প্রত্যুষ ধর, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুন্না দেবরায়, উপজেলা আওয়ামীলীগ সদস্য করুনা শর্মা, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, সাধারণ সম্পাদক হিমাংশু রুদ্রপাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল, বাবুল মাদ্রাজী, পাপ্পু দাস, স্বপন মৃধা প্রমুখ।
সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে শিমুল কান্তি পালকে সভাপতি ও বাবুল মাদ্রাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।
এ নিয়ে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে।
নোট: ছবি সংযুক্ত।