কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২২, ৭:২৬ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে শূন্য শূন্য গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব চুনারুঘাট হবিগঞ্জ ৫-৩ গোলে খেলোয়াড় কল্যাণ সমিতি নছিরগঞ্জ কুলাউড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের অংশগ্রহণকারী উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সোমাইয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহীদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্ণাামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।