কমলগঞ্জে এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২২, ৭:২১ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, আলোর পথিক সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্না, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হামিম মাহমুদ জয়, শিক্ষার্থী সায়েমা আক্তার প্রমুখ।