ওসমানীনগরে মাহে রামাদ্বানের আগমন উপলক্ষে তালামীযে ইসলামিয়া’র স্বাগত মিছিল
প্রকাশিত হয়েছে : ৭:২৯:৩৩,অপরাহ্ন ৩১ মার্চ ২০২২
বিশেষ প্রতিনিধি :
পবিত্র মাহে রামাদ্বানের আগমন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগ্যে গতকাল ( ৩১ মার্চ) বৃহস্পতিবার বা’দ আছর স্থানীয় গোয়ালাবাজারে স্বাগত মিছিল বের করা হয়৷ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়৷
উপজেলা সভাপতি ফয়ছল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি জুনায়েদ আহমদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্রনেতা হুমায়ুনুর রহমান লেখন, সিলেট পশ্চিম জেলা শাখার অর্থ সম্পাদক মাহবুব খাঁন, দৈনিক ইনকিলাবের ওসমানীনগর প্রতিনিধি কাজী মাওলানা আবুল কালাম আজাদ, আনজুমানে আল-ইসলাহ উমরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, হাফিজ মুহাম্মদ আজাদ আলী সহ সংগঠনের উপজেলা, ইউনিয়ন, আঞ্চলিক ও প্রাতিষ্ঠানিক শাখার নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনতা।
সভায় বক্তারা বলেন : আত্মশুদ্ধির মাস মাহে রামাদ্বান। পবিত্র এ মাসে মোসলমানরা ইবাদত-বন্দেগিতে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন৷ কিন্তু পরিতাপের বিষয় রামাদ্বান মাস আসার আগে অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। সরকারকে এ বিষয়ে দ্রুত প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা৷ সেই সাথে রামাদ্বান মাসে স্কুল কলেজ বন্ধ রেখে শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফের সহীহ তেলাওয়াত শিক্ষা দেওয়ার সুযোগ প্রদানের জোর দাবি জানানো হয়।