কমলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২২, ৫:৫০ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১১টায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, সহকারি শিক্ষক শৈল বাবু সিংহ ও ভুবন মোহন সিংহকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ, নাট্যকার শুভাশীষ সিনহা সমীর, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দু দেব, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, প্রাক্তন শিক্ষার্থী শাহাবুদ্দিন, কামাল হোসেন প্রমুখ।