সিলেটে ব্লগার অনন্ত হত্যা মামলায় ৪ আসামির ফাঁসি
প্রকাশিত হয়েছে : ১:৩৯:০৮,অপরাহ্ন ৩০ মার্চ ২০২২
সুরমা নিউজ:
সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলার দিয়েছেন আদালত। রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা দেন।
রায়ে কানাইঘাটের আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭) ও সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদকে মৃত্যুদন্ড দেওয়া হয় (২৫)।
এছাড়া অপর দুই আসামির মধ্যে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমানকে খালাস (৩০) এবং কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪) কারাগারে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফাসির দন্ডপ্রাপ্ত আসামির মধ্যে আবুল খয়ের রশিদ কারাগারে রয়েছেন।
০১। মান্নান ইয়াহিয়া (কারাগারে মারা যাওয়ায়)-
অব্যাহতি
০২। আবুল খায়ের রশিদ আহমদ-(কারাগারে)-মৃত্যুদণ্ড
০৩। সফিউর রহমান ফারাবি-(কারাগারে)-খালাস
০৪। আবুল হোসেন(পলাতক)-মৃত্যুদণ্ড
০৫। ফয়সল আহমদ-(পলাতক)-মৃত্যুদণ্ড
০৬। হারুন-অর রশিদ-(পলাতক)-মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড প্রাপ্ত ০৪ জনকে ২০হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়।