সিলেটে চোরাই বৈদ্যুতিক তারসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১২:৩০:৪১,অপরাহ্ন ৩০ মার্চ ২০২২
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে চোরাইকৃত বৈদ্যুতিক তার, কাটার ও একটি পিকআপ গাড়িসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওসমানীনগর উপজেলার বেগমপুর থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- বালাগঞ্জ উপজেলার বাদেহস্থিদূর গ্রামের সমছু মিয়ার পুত্র সফু মিয়া (২২) ও নেত্রকুনা সদর এলাকার চল্লিশা গ্রামের মৃত আব্দুর সত্তারের পুত্র হৃদয় মিয়া (২০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ মার্চ রাতে বৈদ্যুতিক তার চুরি করে ওসমানীনগর উপজেলার বেগমপুরে আত্মগোপন করে সফু ও হৃদয়। গোপন সংবাদের ভিত্ততে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক তার, কাটার ও একটি পিকআপ গাড়ী জব্ধ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্বনাথ থানার এস আই রুমেল আহমদের কাছে আটককৃতদের হস্থান্তর করে ওসমানীনগর থানা পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাইন উদ্দিন দুই চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাইকৃত মালামাল বিশ্বনাথ এলাকার। আটকৃতদের বিরুদ্ধে মামলা থাকায় তাদের বিশ্বনাথ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।