স্পেনে ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ঈসালে সওয়াব ও রামদ্বানের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১:৪১:২৬,অপরাহ্ন ২৯ মার্চ ২০২২
বিশেষ প্রতিনিধিঃ
স্পেনের বার্সেলোনায় পবিত্র মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার ও রাঈসুল কুররা ওয়াল মুফাসসিরিন ওস্তাদুল মুহাদ্দিসীন শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ও উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ খলিফায়ে ফুলতলী আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব (রহঃ) এর ঈসালে সাওয়াব মাহফিল গতকাল( ২৮ মার্চ) সোমবার স্পেন বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ) এর সুযোগ্য নাতি, হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী সাহেব ফুলতলী,প্রিন্সিপাল দারুল হাদিস লতিফিয়া, নর্থ ওয়েস্ট , ওর্ল্ডহ্যাম ইউ ,কে।
লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল ও লতিফিয়া ফুলতলী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে ও ছদরুল ইসলামের পরিচালনায়,অনুষ্ঠানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মহিউদ্দিন অভি।নাতে রাসুল (সঃ)পাঠ করেন লতিফিয়া শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
কোরআন এবং হাদিসের বাংলা অর্থসহ উপস্থাপন করেন লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার ছাত্র মোহাম্মদ সামি আহমদ। এবং সুরা ফাতেহার ৪ ভাষায় অনুবাদ করেন মাদ্রাসার ছাত্র মোঃ মহিউদ্দিন অভি।
বার্সেলোনার সর্বস্তরের জনগণের উপস্থিতি অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরত মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক,সভাপতি আনজুমানে আল ইসলাহ স্পেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান সাহেব,সাবেক ইমাম লতিফিয়া ফুলতলী জামে মসজিদ বার্সেলোনা। হাফিজ মাওলানা মুহিবুর রহমান, সাবেক ইমাম লতিফিয়া ফুলতলী জামে মসজিদ। হাফেজ আমির হোসেন,ইমাম লতিফিয়া ফুলতলী জামে মসজিদ।
অনুষ্ঠিত ঈসালে সাওয়াব মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনার কমিউনিটির সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও ব্যবসায়ী বৃন্দ,সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের মুসলিম জনতা।
পরিশেষে প্রধান অতিথির নসিহত মূলক গুরুত্বপূর্ণ বয়ান ও মিলাদ এবং মুসলিম উম্মাহর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।