সন্তানদের নিয়ে বাসায় ফেরা হলো না ইয়াসমিনের, বাসের ধাক্কায় গেল প্রাণ
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৩৬,অপরাহ্ন ২৯ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
দুই কন্যা সন্তানকে নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। ৩১ বছর বয়সী ওই নারীর নাম সাবিনা ইয়াসমিন। তিনি রফিকুল ইসলামের স্ত্রী। ঢাকার মিরপুর-১৪ নম্বর এলাকার ডেন্টাল হাসপাতালের সামনে মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ইয়াসমিনের দুই সন্তান ওহী (১০) ও রাহী (৮)। তারা বিএন স্কুলের শিক্ষার্থী। ঘটনার পরপরই তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইয়াসমিনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পরীক্ষা নিরীক্ষা করে দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার বোন দুই মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেছিল। মিরপুর ১৪ নম্বর ডেন্টাল হাসপাতালের সামনে থেকে বাসায় যাওয়ার সময় হঠাৎ ট্রাস্ট ট্রান্সপোর্ট কোম্পানির একটি যাত্রীবাহী বাস ওই ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে আমার বোন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আমার দুই ভাগ্নিও আহত হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বগুড়া সদরে। আমার বোনের স্বামী অবসরপ্রাপ্ত নেভি কর্মকর্তা। তারা বিআরবি কলোনি বি-৩৭ নম্বর ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। নিহত ইয়াসমিন দুই সন্তানের জননী।