সিলেট জেলা বিএনপির কাউন্সিল: সভাপতি কাইয়ুম, সম্পাদক এমরান, সাংগঠনিক শামীম
প্রকাশিত হয়েছে : ৬:৩৯:৫৬,অপরাহ্ন ২৯ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
নানা উদ্বেগ উৎকন্ঠার অবসান ঘটিয়ে সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে সিলেট জেলা বিএনপির কাউন্সিল।
মঙ্গলবার ( ২৯ মার্চ) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে কাউন্সিল ও সম্মেলনের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় নেতাদের সমাবেশ শেষে ২য় অধিবেশনে শুরু হয় ভোটগ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর শুরু হয় গননা।
বিএনপির দলীয় সূত্র জানায়, কাউন্সিলে মোট ১হাজার ৮শ’ ১৮ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৫শ’ ৬০ জন।
গননা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল গফফার।
তিনি জানান ৮৬৮ ভোট পেয়ে সভাপতি নিবাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতি, সাধারণ সম্পাদক পদে ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হন এমরান আহমদ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমদ ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।