ঢাকা-সিলেট মহাসড়কে নিজের চোখে ছেলের মৃত্যু দেখেও কিছুই করতে পারলেন না মা
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের চোখের সামনেই মিজান মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় মা কিছুই করতে পারেননি- যা মেনে নিতেন পারছেন না।
রোববার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদারবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মিজান মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে মিজানকে নিয়ে আন্দিউড়া চকদার বাড়ির সামনে বাস থেকে নামেন মোখলেছ মিয়ার স্ত্রী। এরপর রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। ঐ সময় দ্রুতগতিতে যাওয়া একটি মোটরসাইকেল শিশু মিজানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিজের ছেলেকে এভাবে চোখের সামনে মারা যেতে দেখেও কিছুই করতে পারলেন না মা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।