বালাগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৩৯,অপরাহ্ন ২৮ মার্চ ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফারুক আহমদ সভাপতি ও নয়ন তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) নতুন কমিটি পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আনন্দ মিছিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সহ-সভাপতি আমির আলী ও আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ফতহুল হাসান চৌধুরী শিমুল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ম.আ মুকিত সহ নেতৃবৃন্দ।