‘দর্শকের কারণেই সিলেট স্টেডিয়াম ম্যাচ পায়’
প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২২, ৮:৫১ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। এই ম্যাচ দিয়ে সাড়ে তিন বছর পর গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখার সুযোগ পাচ্ছেন সিলেটের দর্শকরা। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।
সিলেট স্টেডিয়ামে অতীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সব ম্যাচেই দর্শকে টইটম্বুর ছিল। যে কারণে ভেন্যু হিসেবে অগ্রাধিকার পায় সিলেট। বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচেও ব্যতিক্রম হওয়ার কথা নয়।
ফুটবল প্রীতি ম্যাচে গ্যালারিতে দর্শক টানতে মোটরসাইকেলসহ আকর্ষণীয় বেশ কিছু পুরস্কারের ঘোষণা দিয়েছেন আয়োজকরা। চলছে স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি। দর্শকদের জন্য গ্যালারির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা।
মঙ্গলবারের প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার অনুশীলন করেছে দুই দল। এদিন বিকালে সিলেট বিকেএসপি মাঠে অনুশীলন করে মঙ্গোলিয়া। আর সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। উভয় দলই জয়ের ব্যাপারে আশাবাদী।
২০১৮ সালে সিলেটে সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম জানান, ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন।
প্রীতি ম্যাচ খেলতে রোববার সিলেট যায় বাংলাদেশ ও মঙ্গোলিয়া জাতীয় ফুটবল দল। বাফুফের এই সদস্য বলেন, দর্শকদের উপস্থিতি সাড়া ফেলে বলেই সিলেট জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ পায়। তিনি সিলেটের সব ফুটবলপ্রেমীকে মাঠে এসে খেলা দেখার আহবান জানান।