সিলেটে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৪৯,অপরাহ্ন ২৮ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সোমবার (২৮ মার্চ) এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। দেশের স্থানেও সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে।
রোববার রাতের পর তাপমাত্রা আবার কমেছে। এটি বেড়ে গেলে বুধবার সন্ধ্যার দিকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সিলেটে- ২০ ডিগ্রি সেলসিয়াস।