সিলেটে অপরিকল্পিত কাজ: মানিকপীর কবরস্থান থেকে বের হচ্ছে হাড় ও মাথার খুলি
প্রকাশিত হয়েছে : ৩:০২:৫৯,অপরাহ্ন ২৭ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সংস্কার করা হচ্ছে মানিকপীর (রহ.) করবস্থান। কবরস্থানে চারপাশে রাস্তা নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে কবরস্থানের পূর্বপাশের সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
কিন্তু সিসিকের অব্যবস্থাপনায় সংস্কারের নামে কবরস্থানকে অবমাননা করা হচ্ছে। কবরস্থানে পরিকল্পিত খননে মৃত স্বজনের হাড়, মাথার খুলি, কবরে ব্যবহৃত বাঁশ বের হয়ে আসছে। দেদারছে মাটি খুঁড়ায় অনেক কবরের চিহ্ন পর্যন্ত উঠে গেছে।
কবর খুড়ার খবর পেয়ে স্বজনরা কবরের পাশে এসে তাদের মৃত আত্মীয়স্বজনের কবরের কোন চিহ্নই খুঁজে পাচ্ছেন না।
এ নিয়ে স্বজনবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্বজনরা বলছেন- সিসিক মেয়রের অপরিকল্পিত কাজ ও একগেয়েমি সিদ্ধান্তের ফলেই কবরস্থানের অবমাননা করে চলছে সংস্কার কাজ। পুরাতন কবর থেকে বের হচ্ছে মাথার খুলি ও হাড়গুলো।
ইতোমধ্যে এর ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিহতের স্বজনরা বলছেন, সবাইকে একদিন মরতে হবে। কিন্তু সিসিক মেয়র আরিফুল হক তা ভুলে গেছেন। যেখানের শেষ সমাধি সেখানেই তিনি অপরিকল্পিতভাবে কাজ করে কবরস্থানের অবমমাননা করছেন। একটু যত্ন সহকারে মানিক পীর রহঃ কবর সংস্কার করলে অবমাননা করা হতো না।
সিসিক সূত্রে জানা যায়, মানিক পীর কবরস্থানে সিলেটের অনেক খ্যাতিমান ব্যক্তি ছাড়াও সাধারণ মানুষের কবর রয়েছে। প্রায় সবসময়ই এ কবরস্থানে মানুষের ভিড় লেগে থাকে। তাই পবিত্র এ স্থানটিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। সংস্কারের আওতায় কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, হেলে পড়া গাছ কাটা ও ছাটাই, রঙ করে সৌন্দর্যবর্ধন, প্রভৃতি কাজ করা হচ্ছে। এছাড়া কবরস্থানে মাটিভরাট, মরদেহ গোসলখানা সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সিলেট প্রতিদিন