ওসমানীনগর উপজেলা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নাজলু চৌধুরীর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১২:০৩:৫০,অপরাহ্ন ২৬ মার্চ ২০২২
সুরমা নিউজ:
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ওসমানীনগরসহ সিলেটবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আফজালুর রহমান চৌধুরী নাজলু।
এক বার্তায় তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আজকে যে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারছি তার মূল অবদান হচ্ছে তৎকালীন সময়ের শহীদের প্রান। কারণ তারা যদি স্বাধীনতা প্রতিষ্ঠা না করে যেতেন তাহলে আমাদের আজকের স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অবকাশ ছিল না।
আসুন স্বাধীনতার এই দিনে সেই সাহসী বীরদের শ্রদ্ধা জানাই, যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন বলিদান করেছে। যারা সকল দেশবাসীর কাছে গর্বিত, যারা সমস্ত জাতিকে শক্তিশালী করে তুলেছে তাদের শত কোটি সালাম। আজকের দিনের গৌরব আগামীকাল আপনার জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক। সবাইকে আবারো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।