মৌলভীবাজারের প্রথম শহীদ তারা মিয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২২, ৭:২৬ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার প্রথম শহীদ তারা মিয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শুক্রবার সকালে মৌলভীবাজার সদরের শাহবন্দর এলাকায় গণহত্যা দিবসে প্রথমবারের মতো সদর উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, মুক্তিযোদ্ধা আনসার আলী, খালেদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, শহীদ তাঁরা মিয়া ১৯৭১ সালের ২৭ মার্চ প্রতিরোধ মিছিলে গণহত্যার শিকার হোন। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর উদ্যোগে প্রথমবারের মতো তাঁর স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।