র্যাবের জালে সিলেটের জুহেলি, জব্দ ইয়াবার বিশাল চালান
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৩৫,অপরাহ্ন ২৪ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে ইয়াবার বিশাল চালান জব্দ করা হয়েছে। একই সাথে সহযোগীসহ কুখ্যাত ইয়াবা কুইন ফারহানা আক্তার জুহেলি র্যাবের জালে আটকা পড়েছেন। আটকের সময় তার হেফাজত থেকে প্রায় সাড়ে ৩৪ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়েছে। সঙ্গে ৫০ ডলারসহ নগদ প্রায় লাখ টাকা এবং মোবাইল সেট ও সিম।
জানা গেছে, সিলেটে ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে অন্যতম প্রধান একটি দল পরিচালনা করে এসএমপির শাহপরান থানার শিবগঞ্জ সোনার পাড়া এলাকার মো. মাহমুদ হোসেন রাসেল ও তার স্ত্রী মোছা. ফারহানা আক্তার জুহেলি।
দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের গ্রেফতারের ব্যাপারে আইনশৃঙখলা বাহিনী তৎপর হলেও তাদের নাগালে পাওয়া যাচ্ছিলনা।
অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) বিকেল পৌণে ৪টার দিকে অভিযান চালিয়ে মিরাবাজার এলাকার একটি বাসা থেকে ফারহানা আক্তার জুহেলিকে গ্রেফতার করে র্যাব-৯ সিলেট সদর ক্যাম্পের একটি দল।
এ সময় জুহেলি ও রাসেলের প্রধান সহযোগী মুন্না মিয়াকেও (৩৫) গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে জব্দ করা হয় ৩৪ হাজার তিনশ’ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৮৩ হাজার ৮৮৫ টাকা, ৫০ ইউএস ডলার, ৪টি মোবাইল ফোন সেট ও ৪টি সিম জব্দ করা হয়েছে।
মুন্না মিয়া (৩৫) সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও এলাকার মৃত আজিজুল হকের ছেলে। সে দীর্ঘদিন থেকে জুহেলি ও রাসেলের সাথে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত জুহেলি ও মুন্নাকে জব্দকৃত আলামতসহ এসএমপির হযরত শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার।