কমলগঞ্জে ১৫২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিসেফ কর্তৃক স্বাহ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শামসুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র, মো জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, ইমতিয়াজ আহমেদ বুলবুল উপস্থিত ছিলেন।