অসুস্থ শামীম, দেখতে গেলেন আরিফ
প্রকাশিত হয়েছে : ১০:০৯:৪২,অপরাহ্ন ২৩ মার্চ ২০২২
আরিফুল হক চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম- দুজনই ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি প্রার্থী। কেন্দ্রের নির্দেশে মঙ্গলবার হঠাৎ করেই মনোনয়ন প্রত্যাহার করেন আরিফ। এনিয়ে যখন চলছে নানামুখী আলোচনা তখন বুধবার শামীমের বাসায় হাজির সিলেট সিটি মেয়র আরিফ।
জানা যায়, বুধবার দুপুরের পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল কাহের শামীম। অসুস্থতার খবরে বিকেলে তাকে দেখতে যান আরিফুল হক।
আবুল কাহের চৌধুরী শামীম বলেন, সকাল থেকে ডায়রিয়া ছিলো। দুপুরের পরে একটু ডিহাইডেশন দেখা দেয় এবং অসুস্থবোধ করি।
আবুল কাহের চৌধুরী শামীমের অসুস্থতার খবর পেয়ে বিকাল সাড়ে ৩টা তার যতরপুরস্থ বাসায় দেখতে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় কাহের শামীমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সুস্থতা কামনা করেন মেয়র আরিফ।
উল্লেখ্য, এবারের সিলেট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন আরিফুল হক চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম। তবে শেষ মুহুর্তে ‘কেন্দ্রের নির্দেশে’ সভাপতি পদ থেকে নিজেকে সরিয়ে নেন মেয়র আরিফ।