বিয়ের ৮ বছর পর একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন আশা
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:১৯,অপরাহ্ন ২৩ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম আশা নামের এক নারী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা এ তথ্য নিশ্চিত করেছেন।
আদুরী বেগম আশা কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী। দীর্ঘ ৮ বছর আগে তাদের বিয়ে হলেও তারা নিঃসন্তান ছিলেন। অবশেষে তাদের কোলজুড়ে এলো চার সন্তান।
চার নবজাতকের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, মঙ্গলবার সকালে আমার স্ত্রী আশাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ৯টা ৪০ মিনিটে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন। চার নবজাতক ভালো রয়েছে। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। আমার স্ত্রীকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, গর্ভধারণের আট মাসে এই চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে শুধু ছেলে নবজাতকের ওজন একটু কম হলেও বাকি তিন কন্যা নবজাতকের ওজন ও গঠন ঠিক রয়েছে। বর্তমানে চার নবজাতকই সুস্থ আছে।