হবিগঞ্জে মাকে খুন : সন্তানদের কান্নায় ভারী আকাশ-বাতাস
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রাম। এ গ্রামের বেকারি শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী বিনা বেগম (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাদের দুই ছেলে ও চার কন্যা সন্তান রয়েছে। সন্তানরা মাকে হারিয়ে বিলাপ করছেন। কোনভাবেই থামানো যাচ্ছেনা তাদের কান্না। তাদের আহাজারিতে চারদিকের আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। এমন হৃদয়বিদারক দৃশ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরেজমিন গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
এ সময় নিহতের সন্তান রতন, রায়হান, রিয়া, রত্না, রুমা তাদের মায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে কে বা কারা বিনা বেগমকে তার ঘরের ভেতরে গিয়ে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় বিনা বেগমকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ সুপার এসএম মুরাদ আলির দিক-নির্দেশনায় অভিযান শুরু করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। তাদের সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল। এক পর্যায়ে সোমবার সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে শুকর আলী ওরফে এমরান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত এমরান জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের আন্নর আলীর ছেলে।
পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন এমরান। সোমবার দুপুরে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ আসামি এমরানকে নিয়ে শিমুল পূর্ব বাগুনিপাড়া গ্রাম পরিদর্শন করেন। এ সময় এমরানের দেখানো একটি বাঁশঝাড় থেকে বিনা বেগমকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেন তারা।
ওসি অজয় চন্দ্র দেব বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আর কেউ জড়িত থাকলে দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।