কমলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২২, ৭:২২ অপরাহ্ণ
কিশোর কিশোরীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। অভিভাবকরা কম বয়সে বিয়ে দিতে চাইলে নিজেকে তার প্রতিবাদ করতে হবে। কিশোর-কিশোরীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং তাদের জীবনের মানোন্নয়নের মাধ্যমে তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তোলতে হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য মূলক সামগ্রিক স্বাস্থের একটি অংশ। জন্ম থেকে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব প্রতিটি স্তরের যৌন ও প্রজনন স্বাস্থ্য জড়িত। যৌনতা একটি অভিব্যাক্তি যা দ্বারা মানুষ নিজেকে প্রকাশ করে। যৌনতা একজন মানুষের অনুভুতি, চিন্তা ভাবনা ও একজন নারী ও পুরুষের বহি:প্রকাশ। কিশোর-কিশোরীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলেই তারা নিজেদেরকে গড়ে তোলতে পারবে।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলার গ্রামের বাড়ী রেষ্টুরেন্টে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর.ডব্লিউ.ডি.ও এর আয়োজনে ও প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্প এর প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো নিয়ে আলোচনা করেন।
আর ডবিøউ ডি ও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহে সভাপতিত্বে ও এ্যাডমিন অফিসার মো. মহসিন রেজা এর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এসময় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান। বক্তব্য রাখেন, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন, রনেন্দ্র আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র, সহকারী প্রধান শিক্ষক অজিৎ কুমার সিংহ, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশিলা রানী সিনহা, অর্পনা রানী শীল ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা ও সালাহ্উদ্দিন শুভ।
এছাড়াও প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক ক্যাম্পেইনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় স্কুলের দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।