সিলেটে প্রতিশোধ নিতে গিয়ে পা কেটে বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:৪১,অপরাহ্ন ২০ মার্চ ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাটে হত্যার প্রতিশোধ নিতে গিয়ে কামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যাক্তির পা কেটে বিচ্ছিহ্ন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে। আহত কামাল উদ্দিন আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, বিগত ২০১০ইং সালে ছত্রপুর গ্রামের মৃত ছয়ফুল্লার ছেলে এবাদুর রহমানকে হত্যা করা হয়। উক্ত হত্যা মামলার আসামী একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে কামাল উদ্দিন (৪৫)।
কিছুদিন পূর্বে কামাল উদ্দিন জেল হাজত খেটে জামিনে আসার পর এবাদুর রহমান হত্যার প্রতিশোধ নিতে তারই আপন ভাতিজা সেলিম, ফরিদ ও মামুন পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শনিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কামাল উদ্দিন নিজ বাড়ি থেকে গাছবাড়ী বাজারে যাওয়ার সময় মামুনদের বাড়ির পশ্চিমে রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা সেলিম, ফরিদ ও মামুনরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কামাল উদ্দিনের উপর ঝাপিয়ে পড়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় তাদের চাচা এবাদুর রহমান হত্যার প্রতিশোধ নিতে কামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে ডান পা বিচ্ছিহ্ন করে পা নিয়ে চলে যায়।
কামাল উদ্দিনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ও তার আত্মীয় স্বজন ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কানাইঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দ্বি-খন্ডিত পা উদ্ধারের জন্য অভিযান চালায়। এক পর্যায়ে রবিবার (২০ মার্চ) বিকেল ৪টায় হামলাকারী মামুনের বাড়ির পূর্ব পার্শ্বের পুকুর পারে খড়ের নিচ থেকে খন্ডিত পাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম জানান, কামাল উদ্দিনের খন্ডিত ডান পা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম কামাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।